আগামী নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সংসদ সদস্যদের গণসংযোগ বাড়ানো, দলীয় দ্বন্দ্ব-কোন্দল দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নির্দেশ দিয়েছেন আওয়ামী সভাপতি।
জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদীয় কমিটির সভা শেষে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে সংসদ প্রাঙ্গনে সাংবাদিকদের দলীয় সভাপতির এ নির্দেশনার কথা জানান ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, সরকারকে হটাতে আন্দোলনের নামে সারাদেশে সাম্প্রদায়িক অপশক্তির যে আলামত পাওয়া যাচ্ছে তা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ বাবুল, হেড অফিসঃ নারায়নপুর দক্ষিণ পাড়া, ওয়াড নং ০৭, নবীনগর পৌরসভা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। মোবাইলঃ০১৭৭৫৫৫১৭৫৯, Email: miahbabul370@gmail.com ওয়েবঃ www.dainikdeshpatrika.com
দৈনিক দেশ পত্রিকা ডটকম || প্রযুক্তি সহায়তায় খন্দকার আইটি