নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ডাকবাংলোর সামনে সাম্প্রদায়িক সম্প্রীতি ও আল কোরআন অবমাননাকারীদের বিরুদ্ধে সার্বজনীন সম্প্রীতি সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শনিবার (১৬/১০) ডাকবাংলোর সামনে উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এই সম্প্রীতি সভা ও মানববন্ধনে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আলেম সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ কাঁধে কাঁধে মিলেয়ে কোরআন অবমাননার তীব্র নিন্দা এবং প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় নিয়ে এসে বিচারের দাবি জানায়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের স্থানীয় সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।এ-সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বলেন, ধর্মনিরপেক্ষতার রাজনীতি বাংলাদেশ একটি উদাহরণ। তিনি নবীনগর থেকে ধর্মনিরপেক্ষতার রাজনীতি শিখার আহ্বান জানান।
তিনি আরো বলেন,আমরা সাম্প্রদায়িক সম্পর্ক থেকে বাংলাদেশে সৃষ্টি করেছি। এই বাংলাদেশ ইনশাআল্লাহ অর্থনৈতিকভাবে এবং মানবিকভাবে ইতিমধ্যেই তার অবস্থানের একটা রূপরেখা প্রকাশ করেছে ।
আমরা কেন আলেম সমাজের সাথে আমাদের বিভেদ সৃষ্টি করবো, আলেম সমাজের সাথে আমাদের সম্পর্ক আরও মজবুত করতে হবে, নিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হলে ওলামাদের সমর্থন অবশ্য লাগবে ।
উক্ত সার্বজনীন সম্প্রীতি সভা ও মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট শিব শংকর দাস, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মাওলানা মেহেদী হাসান,আওয়ামীলীগ নেতা মো. সাইফুর রহমান সোহেল, অধ্যক্ষ এনামুল হক কুতুবী, মাওলানা বেলায়েত উল্লাহ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অজন্ত কুমার ভদ্র সহ সকল শ্রেণী পেশার মানুষ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ বাবুল, হেড অফিসঃ নারায়নপুর দক্ষিণ পাড়া, ওয়াড নং ০৭, নবীনগর পৌরসভা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। মোবাইলঃ০১৭৭৫৫৫১৭৫৯, Email: miahbabul370@gmail.com ওয়েবঃ www.dainikdeshpatrika.com
দৈনিক দেশ পত্রিকা ডটকম || প্রযুক্তি সহায়তায় খন্দকার আইটি