নিজস্ব প্রতিবেদকঃ
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে এক শতাংশ ফসলি জমিও যেন অনাবাদি না রাখার নির্দেশনা কে বাস্তবায়ন করতে "শেখ হাসিনার নির্দেশ শষ্য শ্যামল বাংলাদেশ " এই স্লোগান কে বুকে ধারণ করে জাতীয় শ্রমিক লীগ ঢাকা জেলা শাখার উপস্থিতিতে কৃষকের জমিতে ধান রোপন করে দিলেন বরগুনা জেলার আমতলী ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগ।
০৫ সেপ্টেম্বর সোমবার সকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে আমতলী সদর ইউনিয়নের আকনবাড়ির হারুন আকনের জমিতে ধান রোপন করেন জাতীয় শ্রমিক লীগ ঢাকা জেলা শাখার সভাপতি এম এ হামিদ মুন্না, সহ ত্রান ও পূনর্বাসন সম্পাদক মোঃ বাবুল এবং আমতলী ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগ সভাপতি মোঃ আল আমিন মৃধা ।এছাড়াও এসময় আমতলী ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের আরো অনেক নেতাকর্মী উপস্থিত থেকে ধান রোপন করে দেয়।
এসময় উপস্থিত থাকা সকল নেতাকর্মীর সারা দেশের বাংলাদেশ আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কৃষকের পাশে দাঁড়ানোর আহব্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ বাবুল, হেড অফিসঃ নারায়নপুর দক্ষিণ পাড়া, ওয়াড নং ০৭, নবীনগর পৌরসভা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। মোবাইলঃ০১৭৭৫৫৫১৭৫৯, Email: miahbabul370@gmail.com ওয়েবঃ www.dainikdeshpatrika.com
দৈনিক দেশ পত্রিকা ডটকম || প্রযুক্তি সহায়তায় খন্দকার আইটি