চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হওয়ার কথা ছিল তুরস্কের ইস্তাম্বুলে। কিন্তু করোনাভাইরাসজনিত কারণে সেখানে এবারও ফাইনাল আয়োজন করতে পারছে না উয়েফা। এ কারণে নতুন ভেন্যু হিসেবে পর্তুগালের পোর্তোতে বসতে যাচ্ছে চলমান আসরের ফাইনাল। গতবারের মতো এবারও ফাইনালের হোস্ট হতে পারল না তুরস্ক।
মূলত এবারের আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার সিটি ও চেলসি। তবে আয়োজক দেশ তুরস্ক করোনার কারণে ব্রিটিশ সরকারের লাল তালিকাভুক্ত দেশ হওয়ায় সেখানে যেতে পারবে না ক্লাব দুটি। ফলে নিজেদের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে অল-ইংলিশ ফাইনাল আয়োজনের প্রস্তাব দিলেও লন্ডন সরকারের বিধিনিষেধের কারণে সেখানে তা সম্ভব হচ্ছে না।
ফাইনালে কোয়ারেন্টিন জটিলতা এড়াতে পোর্তোকেই বেছে নিয়েছে উয়েফা। তবে ম্যাচের ভেন্যু নিয়ে না ভেবে মাঠের পারফরম্যান্সেই মনোযোগী ম্যান সিটি আর চেলসির দুই কোচ।
করোনা পরিস্থিতির আগের সূচি অনুযায়ী এই বছরের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হওয়ার কথা ছিল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে গত বছরের খেলা পর্তুগালের লিসবনে সরিয়ে নেওয়া হয়। এবারের ফাইনাল রাখা ছিল ইস্তাম্বুলে। সেটাও সরে গেল পর্তুগালে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ বাবুল, হেড অফিসঃ নারায়নপুর দক্ষিণ পাড়া, ওয়াড নং ০৭, নবীনগর পৌরসভা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। মোবাইলঃ০১৭৭৫৫৫১৭৫৯, Email: miahbabul370@gmail.com ওয়েবঃ www.dainikdeshpatrika.com
দৈনিক দেশ পত্রিকা ডটকম || প্রযুক্তি সহায়তায় খন্দকার আইটি