বলিউডের বিতর্কের রানি বলা হয় অভিনেত্রী রাখি সাওয়ান্তকে। একের পর এক উদ্ভট কাজ করে কয়েকদিন পরপরই খবরের শিরোনামে আসেন তিনি। এবার বিয়ের ইস্যুতে আবারো আলোচনায় বিগ বসের সাবেক এ প্রতিযোগি। ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি পরিষ্কার জানান, এ বিয়ে না টিকলে দ্বিতীয় বিয়ে করবেন না তিনি।
ভারতের একটি রিয়েলিটি শো চলাকালে রীতেশের সঙ্গে বিয়ের খবর জানান রাখি। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাখি জানান, মুম্বাইয়ে ফ্ল্যাট কিনে দেয়ার কথা দিয়েছেন তার স্বামী রীতেশ। যদি রীতেশের সঙ্গে বৈবাহিক সম্পর্ক না টেকে তাহলে আর বিয়ে করবেন না। এমন তথ্যই প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।
অভিনেত্রীর ভাষায়, ‘রীতেশ বলেছে, ও আমার সঙ্গে থাকতে চায়। যদিও পরিস্থিতির কারণে রীতেশ আমার থেকে অনেক দূরে। আমি অপেক্ষায় আছি। আমি মিথ্যা বিয়ে করিনি।’ রাখির আগেও বিয়ে করেছিলেন রীতেশ। এ খবর জানতেন রাখিও। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওকে আমি অন্য নারীর সঙ্গে ভাগ করে নিতে পারব না। এখন সিদ্ধান্ত সম্পূর্ণ তার কাছে।’
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ বাবুল, হেড অফিসঃ নারায়নপুর দক্ষিণ পাড়া, ওয়াড নং ০৭, নবীনগর পৌরসভা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। মোবাইলঃ০১৭৭৫৫৫১৭৫৯, Email: miahbabul370@gmail.com ওয়েবঃ www.dainikdeshpatrika.com
দৈনিক দেশ পত্রিকা ডটকম || প্রযুক্তি সহায়তায় খন্দকার আইটি