নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকায় অতর্কিত হামলার শিকার হয়েছে স্বাধীন বাংলা ও দৈনিক দেশ পত্রিকার সাংবাদিক দেলোয়ার হোসেন। গুরতর আহত অবস্থায় নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে।
জানা যায়, আজ মঙ্গলবার সকাল ৭:৪৫ মিনিটে নবীনগর পৌরএলাকার আলমনগর গ্রামের দক্ষিন পাড়ায় বাবুল মিয়ার দোকানের সামনে ঘটনাটি ঘটে।
জমির স্কিমের টাকার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক দেলোয়ার হোসেনের শরীরে ও মাথায় মারাত্মকভাবে আঘাত ও জখম করেন, মৃত খুরশিদ মিয়ার ছেলে প্রভাবশালী মোঃ বাবুল মিয়া(৬৬)।
সাংবাদিক দেলোয়ার জানান, আমার একটি জমিতে ধান চাষ না করে গরুর জন্য ঘাস করি,এই জমি থেকে টাকা দাবি করে স্কিমের মালিক বাবুল মিয়া। আমি টাকা দিতে প্রতিবাদ করায়, আজ সকালে জমিতে ঘাস কাটতে যাওয়ার পথে তার দোকানের সামনে আমাকে লাঠি দিয়ে অতর্কিত হামলা করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আমাকে সদর হাসতালে নিয়ে আসে।
ওসি আমিনুর রশিদ বলেন, এ ঘটনার খবর পেয়েছি ,মামলা প্রক্রিয়াধীন আছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ বাবুল, হেড অফিসঃ নারায়নপুর দক্ষিণ পাড়া, ওয়াড নং ০৭, নবীনগর পৌরসভা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। মোবাইলঃ০১৭৭৫৫৫১৭৫৯, Email: miahbabul370@gmail.com ওয়েবঃ www.dainikdeshpatrika.com
দৈনিক দেশ পত্রিকা ডটকম || প্রযুক্তি সহায়তায় খন্দকার আইটি