ব্রাক্ষণবাড়িয়া নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে ফসলি জমি কাটার সময় মাটি চাপায় মোছাঃ জামিয়া (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে মিরপুর গ্রামের দক্ষিণ পশ্চিম পাড়ার ওমান প্রবাসী জালাল মিয়ার মেয়ে ও স্থানীয় একটি আলিয়া মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্রি । আজ মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনাঘটে।
সূত্রে জানা যায়, উপজেলার মিরপুর গ্রামে আউয়াল মিয়ার কৃষি জমি শ্রেণি পরিবর্তন না করে স্থানীয় ড্রেজার ব্যবসায়ী জাকির মিয়াকে সাথে নিয়ে অবৈধ ভাবে নিষিদ্ধ ড্রেজার দিয়ে ফসলি জমি নষ্ট করে মাটি উত্তোলন করছিলেন। এসময় ড্রেজারের মাটি উত্তোলন কারি পাইপের ভিতর শিশুটির দুটি পা চলে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
বিষয়টি নিয়ে এলাকায় ধূম্রজাল সৃষ্টি হয়েছে,জনমনে প্রশ্ন অবৈধ ড্রেজিং এ কাজ করা তিনজনই পুরুষ ছিল।
এ বিষয়ে শিবপুর ফাঁড়ি থানার ইনচার্জ এস আই নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ড্রেজারের পাইপের নিচ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ বাবুল, হেড অফিসঃ নারায়নপুর দক্ষিণ পাড়া, ওয়াড নং ০৭, নবীনগর পৌরসভা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। মোবাইলঃ০১৭৭৫৫৫১৭৫৯, Email: miahbabul370@gmail.com ওয়েবঃ www.dainikdeshpatrika.com
দৈনিক দেশ পত্রিকা ডটকম || প্রযুক্তি সহায়তায় খন্দকার আইটি