নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইভটিজিংয়ে বাধা দেয়ায় মো. সবুজ মাহমুদ (২৮) নামের এক শিক্ষককে উপুর্যপুরি লাঠিপেটা করেছে বখাটেরা। বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের জল্লীকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
বখাটেদের হামলায় আহত শিক্ষক মো. সবুজ মাহমুদ উপজেলার ইউনিক মডেল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ও পরিচালক৷ তিনি উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
আহতের ভাই মো.খবির উদ্দিন জানান, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে প্রতিনিয়ত উত্যক্ত করতো উপজেলার জল্লীকান্দি গ্রামের মো. হাবিব মিয়ার ছেলে মো. মাহাবুব রানা (২০) নেতৃত্বে ৩-৪ জন বখাটে। এনিয়ে ইতোমধ্যে বেশ কয়েববার তাদের অভিভাবকদের কাছে নালিশ দেয়া হয়েছে। কিন্তু এতে কোন প্রতিকার হয়নি৷ বরং
এতে ক্ষিপ্ত হয়ে বুধবার আনুমানিক দুপুর ১২ টার দিকে ওই বিদ্যালয়ের শিক্ষক মো. সবুজ মাহমুদ তার বিদ্যালয়ের কাছাকাছি লাভনী ফার্মেসীর সামনে পৌঁছলে বখাটে মাহাবুব রানার নেতৃত্বে ৩-৪ জন বখাটে অতর্কিত হামলা করে। বখাটের দল ওই শিক্ষককে উপুর্যপুরি কাঠের রোল দিয়ে লাঠিপেটা করে তার নাকের হার ভেঙে দেয় এবং মাথায়, পিঠে জখম করে । এসময় শিক্ষক সবুজের চিৎকারে লোকজন আসলে বখাটেরা পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন ওই শিক্ষককে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ বাবুল, হেড অফিসঃ নারায়নপুর দক্ষিণ পাড়া, ওয়াড নং ০৭, নবীনগর পৌরসভা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। মোবাইলঃ০১৭৭৫৫৫১৭৫৯, Email: miahbabul370@gmail.com ওয়েবঃ www.dainikdeshpatrika.com
দৈনিক দেশ পত্রিকা ডটকম || প্রযুক্তি সহায়তায় খন্দকার আইটি