নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে প্রশাসনের নাকের ঢগায় আবারও প্রভাবশালী ভূমিদস্যুরা নবীনগর লঞ্চঘাট এলাকায় তিতাস নদীর পাড় দখল করে স্থাপনা নির্মাণ শুরু করেছে!এদের পেছনে অদৃশ্য শক্তি ও ক্ষমতা থাকায় ওরা বেপরোয়া হয়ে উঠেছে। তৎকালীন এ্যাসিলেন্ড মোশারফ হোসেন গত কয়েক মাস পূর্বে উচ্ছেদ অভিযান চালিয়ে দখলদারদের কাছ থেকে নদীর পাড়টি রক্ষা করেছিল।
সরজমিনে গিয়ে দেখা যায়,পৌর এলাকার লঞ্চঘাট সংলগ্ন কফি টাইমের উল্টো পাশে ২ টি দোকানের সমপরিমাণের একটি একচালা ছাপড়া উঠিয়ে ভূমিদস্যুরা নদীর পাড় দখল যাত্রা শুরু করেছে। অনেক খুঁজাখুঁজি করে কাউকে সনাক্ত করতে না পারলেও আশেপাশের লোকজনের তথ্য অনুযায়ী পূর্বের দখলদারই পূনরায় দখলের জন্য এমনটা করছে বলে জানা যায়।
এবিষয়ে নবীনগর সহকারী কমিশনার ভূমি মাহমুদা জাহান জানান, বিষয়টি আমি অবগত হয়েছি,খুব দ্রুত ব্যবস্থা নিব।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ বাবুল, হেড অফিসঃ নারায়নপুর দক্ষিণ পাড়া, ওয়াড নং ০৭, নবীনগর পৌরসভা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। মোবাইলঃ০১৭৭৫৫৫১৭৫৯, Email: miahbabul370@gmail.com ওয়েবঃ www.dainikdeshpatrika.com
দৈনিক দেশ পত্রিকা ডটকম || প্রযুক্তি সহায়তায় খন্দকার আইটি