নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের সন্মানিত শিক্ষক মরহুম আব্দুল লতিফের নবীনগর পৌর এলাকার ৪নং ওয়ার্ডের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা সংগঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, বাড়িতে থাকা মরহুম লতিফ মাষ্টারের মেয়ের জামাই বশির শিকদারের
২০ ভড়ি স্বর্ণ ও নগদ সারে ৩ লাখ টাকা সহ একটি মোবাইল ফোন বাড়ির জানালার গ্রিল ভেঙ্গে ঘরে ডুকে ষ্টীলের আলমারির তালা ভেঙ্গে ২০ ভড়ি স্বর্ণ ও নগদ সারে ৩লাখ টাকা নিয়ে যায় দুর্ধর্ষ চুরের দল।
বাড়ির মালিক আব্দুল লতিফ মাষ্টারের মেয়ের জামাই বশির শিকদার জানান, আমার সব শেষে হয়ে গেছে। আমার দোকানের ঈদের বেচাকেনার টাকা ব্যাংক বন্ধ থাকায় বাড়িতে রেখেছিলাম,সাথে আমার স্ত্রী ও ছেলে-মেয়ের ব্যবহিত ২০ ভড়ি স্বর্ণ ও একটি মোবাইল
ফোন নিয়ে আমাকে একদম পথে বসিয়ে দিয়েছে। এ বিষয়ে আমি আজ শনিবার বিকেলে নবীনগর থানায় একটি লিখিত ভাবে জানিয়েছি, পুলিশ আমার বাড়িতে এসে দেখে গেছে।
এবিষয়ে নবীনগর থানা ওসি মো. আমিনুর রশিদ জানান, অভিযোগ পেয়েছি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ বাবুল, হেড অফিসঃ নারায়নপুর দক্ষিণ পাড়া, ওয়াড নং ০৭, নবীনগর পৌরসভা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। মোবাইলঃ০১৭৭৫৫৫১৭৫৯, Email: miahbabul370@gmail.com ওয়েবঃ www.dainikdeshpatrika.com
দৈনিক দেশ পত্রিকা ডটকম || প্রযুক্তি সহায়তায় খন্দকার আইটি