নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমানের নির্দেশে চলমান মাদকদ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর সার্কেল মোঃ সিরাজুল ইসলাম এর দিক-নির্দেশনায় এবং নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ এর সার্বিক তত্ত্বাবধানে উক্ত থানায় কর্তব্যরত পুলিশের চৌকস উপ-পরিদর্শক মনিরুল ইসলাম এর নেতৃত্বে উপজেলার রাধানগর থেকে বিপুল পরিমাণের মাদক উদ্ধার করা সহ ৩ জনকে গ্রেফতার করেন।
সোমবার (২১/০৩) রাতে এসআই/মনিরুল ইসলাম সঙ্গীয় এএসআই/মহিউদ্দিন ও অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়াইল ইউপিস্থ রাধানগরের সাজেদা বেগম এর ভাড়াটিয়া মাদক ব্যবসায়ী এর দোচালা টিনের ঘরে অভিযান পরিচালনা করে জারু মিয়া (৪০), পিতা-মৃত মলাই মিয়া, মনির (৩০), পিতা-মোসলেম মিয়া, সাইফুল ইসলাম প্রঃ সোহেল (৪০), পিতা-মৃত-ইরাজ উদ্দিন, সর্ব সাং-রাধানগর, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া গনকে গ্রেফতার করেন।এসময় তাদের হেফাজত হইতে ৩০ বোতল ফেন্সিডিল যাহার মূল্য-৩০,০০০/- টাকা, ০২ বোতল বিয়ার ক্যান যাহার মূল্য-২০০০টাকা, ৫৪৬ পিস ইয়াবা ট্যাবলেট যাহার মূল্য-১,৬৩,৮০০/- টাকা, ২ বোতল বিদেশী মদ যাহার মূল্য-৮০০০/-টাকা, ৮০০ গ্রাম গাঁজা যাহার মূল্য-১৬০০০/-টাকা উদ্ধার করতঃ জব্দ তালিকা মূলে জব্দ করেন। এই সংক্রান্তে নবীনগর থানার মামলা নং-২৫, তারিখ-২২/০৩/২০২২ইং,
ধারা-৩৬(১) সারণির ১০ (ক)/১৯(ক)/১৪(ক)/২৪(ক) ৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে মঙ্গলবার (২২/০৩) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ বাবুল, হেড অফিসঃ নারায়নপুর দক্ষিণ পাড়া, ওয়াড নং ০৭, নবীনগর পৌরসভা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। মোবাইলঃ০১৭৭৫৫৫১৭৫৯, Email: miahbabul370@gmail.com ওয়েবঃ www.dainikdeshpatrika.com
দৈনিক দেশ পত্রিকা ডটকম || প্রযুক্তি সহায়তায় খন্দকার আইটি