নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খাস জমি উদ্ধারে করে আলোচনায় রয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইন। সম্প্রতি তিনি রতনপুর ইউনিয়নের ভিটি বিষাড়া ইউনিয়নের ভিটি বিষাড়া মৌজার ৪৯ শতক নাল জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করেন। জায়গাটি স্থানীয় কিছু প্রভাবশালী বিভিন্ন অজুহাত দেখিয়ে দীর্ঘদিন নিজেদের দখলে রেখেছিল। খাস খতিয়ানের ৩০ লক্ষ টাকার মূল্যের এই জমিটি সরকারের পক্ষে দখল নিয়ে লাল পতাকা উত্তোলন করেন তিনি। এছাড়া তিনি সম্প্রতি কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর লক্ষীপুর মৌজায় ৭৫ শতক জায়গা উদ্ধার করেন। বর্তমানে এখানে আশ্রয়ণ প্রকল্পের ২৫ ঘরের নির্মাণকাজ চলমান রয়েছে।তিতাস নদীর পাড় রক্ষায় বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছেন তিনি। ইতিপূর্বে পৌরশহরের যানযট নিরসনে সমবায় মার্কেটের সামনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।এমনকি প্রভাবশালী মহলের রক্তচক্ষু উপেক্ষা করে তিতাস নদীর তীর থেকে নির্মাণ সামগ্রি জব্দ করে নদীর তীর রক্ষা করেন। শিবপুর ইউনিয়নের কনিকাড়া মৌজার ৪৯ শতক খেলার মাঠ উদ্ধার করে, এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন। পরিশ্রমী এই মানুষটি যেখানেই অভিযোগ পান, সেখানেই ছুটে যান। খাস জমি উদ্ধারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নবীনগর উপজেলার ১৬১টি মৌজার খাস ও অর্পিত সম্পত্তি নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। সর্বশেষ প্রকাশিত বি এস খতিয়ানের সঙ্গে এস এ ও সি এস খতিয়ান মিলিয়ে দেখা হচ্ছে এবং কোথাও গড়মিল হলেই দেওয়ানি আদালতে মামলা রুজু করার ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, কোথাও খাস জমি বেদখল হয়ে থাকলে উপজেলা ভূমি অফিসে সচিত্র তথ্য প্রদান করে সহায়তা করুন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ বাবুল, হেড অফিসঃ নারায়নপুর দক্ষিণ পাড়া, ওয়াড নং ০৭, নবীনগর পৌরসভা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। মোবাইলঃ০১৭৭৫৫৫১৭৫৯, Email: miahbabul370@gmail.com ওয়েবঃ www.dainikdeshpatrika.com
দৈনিক দেশ পত্রিকা ডটকম || প্রযুক্তি সহায়তায় খন্দকার আইটি