নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আলোচিত ৪নং নাটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক ও তার সহকারী বাদল হত্যাকান্ডের ঘটনায় কাজীপাড়ার বাসিন্দা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশরাফুল ইসলাম রাব্বি’কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে ভারতীয় সীমান্তবর্তী কসবা উপজেলার বিদ্যানগর গ্রাম থেকে তাকে নবীনগর থানা পুলিশ গ্রেফতার করেন বলে জানিয়েছেন নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ।
উল্লেখ্য গত ১৭ ডিসেম্বর রাত ৯ঃ৩৫ মিনিটে মাহফিল থেকে ফেরার পথে নাটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী বর্তমান চেয়ারম্যান আবুল কাশেমের পুত্র এরশাদুল হক ও হোন্ডা চালক বাদল রায় কে দূর্বৃত্তরা কুড়িঘর( নান্দুরা) এলাকাধীন রাস্তার উপর গুলি করলে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক বাদল নিহত হন এবং গুলিবিদ্ধ অবস্থায় চেয়ারম্যান প্রার্থী ঢাকা একটি হাসপাতালে মারা যায়।
হত্যার ঘটনায় গ্রেফতারের পর ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকান্ডের বিম্তারিত পুলিশকে জানিয়েছে রাব্বি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ বাবুল, হেড অফিসঃ নারায়নপুর দক্ষিণ পাড়া, ওয়াড নং ০৭, নবীনগর পৌরসভা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। মোবাইলঃ০১৭৭৫৫৫১৭৫৯, Email: miahbabul370@gmail.com ওয়েবঃ www.dainikdeshpatrika.com
দৈনিক দেশ পত্রিকা ডটকম || প্রযুক্তি সহায়তায় খন্দকার আইটি