নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ঝড়ে গাছ পড়ে আলী আহমদ (২৭) নামে এক সিএনজি চালক নিহত হয়েছে।আজ দুপুরে উপজেলার পৌর এলাকার ৭ নং ওয়াডের কোনাঘাট মোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত আলী আহমদ উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামের মৃত আলী আকবর এর ছেলে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দীন আনোয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, নবীনগর পৌর এলাকা থেকে সিএনজিটি উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি যাচ্ছিল। কোনাঘাট মোড় এলাকায় পৌঁছালে ঝড়ের কবলে পড়ে । ঐ ঝড়ে একটি জামগাছ সিএনজির উপর পড়লে ঘটনাস্থলে চালক আলী আহমেদ আহত হন ।পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করেন।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ বাবুল, হেড অফিসঃ নারায়নপুর দক্ষিণ পাড়া, ওয়াড নং ০৭, নবীনগর পৌরসভা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। মোবাইলঃ০১৭৭৫৫৫১৭৫৯, Email: miahbabul370@gmail.com ওয়েবঃ www.dainikdeshpatrika.com
দৈনিক দেশ পত্রিকা ডটকম || প্রযুক্তি সহায়তায় খন্দকার আইটি