নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। (১১/০৭)সোমবার দুপুরে বাড়ির পাশের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন,একই উপজেলার নাটঘর ইউনিয়নের নসড়াবাড়ি গ্রামের মোঃ আতিক মিয়ার মেয়ে জান্নাত আক্তার (১০) ও তার আপন ছোট বোন সাদিয়া আক্তার (৭)
পরিবার সদস্যরা জানান,সোমবার দুপুরে বাড়ির পেছনে দুই বোন খেলতে যায়।খেলাধুলার এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে যায় তারা। পরে পরিবারের সদস্যরা খোঁজা খুঁজি করে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।
একই পরিবারে দুই শিশুর মর্মান্তিক মৃতুতে পরিবারের সদস্যদের পাশাপাশি আশেপাশের লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ বাবুল, হেড অফিসঃ নারায়নপুর দক্ষিণ পাড়া, ওয়াড নং ০৭, নবীনগর পৌরসভা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। মোবাইলঃ০১৭৭৫৫৫১৭৫৯, Email: miahbabul370@gmail.com ওয়েবঃ www.dainikdeshpatrika.com
দৈনিক দেশ পত্রিকা ডটকম || প্রযুক্তি সহায়তায় খন্দকার আইটি