ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌর সদরের ব্যাংকের নিচ তলা থেকে ভুয়া সেনা সদস্য পরিচয় দিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে এক প্রতারককে আটক করেছে পুলিশ।গ্রেপ্তার কৃত মোঃ মনির মিয়া (৩০) নেত্রকোনা জেলা সদর উপজেলার নাগড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।প্রতারক মনির মিয়ার বিরুদ্ধে বাদী হয়ে গতকাল বৃহস্প্রতিবার বিকেলে নবীনগর থানায় মামলা করেন নবীনগর সোহাতা গ্রামের হেলাল মিয়ার স্ত্রী বিলকিস বেগম।
পুলিশ ও বাদী সূত্রে জানাযায়,গত ১২ মে বৃহস্প্রতিবার বাদী বিলকিস ও তার ফুফু নিলুফা বেগম নবীনগর আসে স্বর্ণ বিক্রয় করতে। স্বর্ণের দোকানে তাদের স্বর্ণ বিক্রয় করতে দেখে সে কথা বলে এবং এক পর্যায়ে নিলুফা বেগমের কাছ থেকে তার মোবাইল নাম্বার নিয়ে যান।পরে রাতে ফোন করে বাসায় গিয়ে নিলুফা বেগমের কাছ থেকে তার হাতের আংটি গলার চেন সহ একটি মোবাইল ফোন নিয়ে যান প্রতারক মনির।১৮ মে বুধবার বিকেলে প্রতারক মনির কে নবীনগর অগ্রনী ব্যাংকের নিচে দেখতে পেয়ে স্থানীয়দের জানান,পরে স্থানীয়রা তাকে আটক করে প্রশাসন কে খবর দিলে প্রতারক মনির কে গ্রেপ্তার করা হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান,এ ঘঠনায় নবীনগর থানায় মামলা হয়েছে।মামলাটি পক্রিয়াধীন আছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ বাবুল, হেড অফিসঃ নারায়নপুর দক্ষিণ পাড়া, ওয়াড নং ০৭, নবীনগর পৌরসভা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। মোবাইলঃ০১৭৭৫৫৫১৭৫৯, Email: miahbabul370@gmail.com ওয়েবঃ www.dainikdeshpatrika.com
দৈনিক দেশ পত্রিকা ডটকম || প্রযুক্তি সহায়তায় খন্দকার আইটি