নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার নাটঘর ঋষিপাড়ায় পূজায় ঘুরতে না পারায় দূর্গা মায়ের বিসর্জনের দিন নিজ গলায় ফাঁস দিয়ে রনি ঋষি (২২) নামের এক যু্বক নিজ জীবন বিসর্জন দিয়েছে।সে ঐ গ্রামের গৌরচাঁন ঋষির ছেলে।ঘটনাটি ঘটে বুধবার রাতে।
স্থানীয় সূত্রে জানাযায়,পূজা উপলক্ষে নভমীতে ঘুরতে বাবার কাছে টাকা চাই রনি ঋষি।বাবা টাকা না দেওয়ায় রাগান্নিত হয়ে রাতের গভীরে সবার অঘোচরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।পরে পরিবারের লোকজন ঘরে প্রবেশ করলে ফাঁস অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রশাসন কে খবর দেই।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ বাবুল, হেড অফিসঃ নারায়নপুর দক্ষিণ পাড়া, ওয়াড নং ০৭, নবীনগর পৌরসভা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। মোবাইলঃ০১৭৭৫৫৫১৭৫৯, Email: miahbabul370@gmail.com ওয়েবঃ www.dainikdeshpatrika.com
দৈনিক দেশ পত্রিকা ডটকম || প্রযুক্তি সহায়তায় খন্দকার আইটি