নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌরসভার ২নং ওয়ার্ডের সাধারণ জনগন রাস্তা ও ড্রেন সংস্করের দাবীতে গতকাল বৃহসপতিবার(১০/১১)এক মানবন্ধন কর্মসূচী পালন করে। প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে অভিযোগ করা হয়ে পৌর কর্তৃপক্ষের অবহেলায় প্রায় এক বছর ধরে টেন্ডার হওয়া এলাকার রাস্তা ও ড্রেন নির্মানের কাজ শুরু হয়নি।ওই রাস্তা ড্রেনের জন্য এলাকার প্রতিটি বাড়ির তাদের সামনে জয়াগায় ওয়াল ভেঙ্গে ছেড়ে দিয়েছে। এ অবস্থায় তারা নিরাপত্তাহীনতা ও চলাচলের মারাত্বক অনুবিধার ভোগ করছে। মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে মানববন্ধনের বক্তব্য রাখেন,মোঃ আবদুল রহিম মাষ্টার,মোঃ কুদ্দুস মেম্বার,আবদুল কুদ্দুস মাখন,বাবুল মাস্টার, মিরাজ মিয়া, রাশেদ খান দিপু প্রমূখ। এ ব্যাপারে পৌরসভার মেয়র এডভোকেট শিব শংকর দাস বলেন, বর্তমানে কাজ চলমান রয়েছে যত দ্রুত সম্ভব এ সংস্কার কাজ শেষ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ বাবুল, হেড অফিসঃ নারায়নপুর দক্ষিণ পাড়া, ওয়াড নং ০৭, নবীনগর পৌরসভা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। মোবাইলঃ০১৭৭৫৫৫১৭৫৯, Email: miahbabul370@gmail.com ওয়েবঃ www.dainikdeshpatrika.com
দৈনিক দেশ পত্রিকা ডটকম || প্রযুক্তি সহায়তায় খন্দকার আইটি