মোঃ বাবুল,নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার অবসরপ্রাপ্তা সৈনিক সমাজ কল্যাণ সমিতির ৪৩ বছর পুর্তি ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৫/৭) মহিলা কলেজ প্রাঙ্গনে এ পূর্তি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈনিক পরিবারের সন্তান সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়জুর রহমান বাদল। অনুষ্ঠানটি উদ্বোধন করেন, সমিতির উপদেষ্ঠা লেফটেনেন্ট কর্নেল (অবঃ) মোঃ জি আর জাহাঙ্গীর। সৈনিকদের কল্যানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে সাবেক এই সাংসদ বলেন. বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করতে হলে আওয়ামীলীগকে আবারও ক্ষমতায় আনা ছাড়া কোন বিকল্প নেই। এতে সভাপতিত্ব করেন,সমিতির সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার(অবঃ) বীর মুক্তিযোদ্ধা আবু জাহের। বক্তব্য রাখেন, আ’লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান,ক্যাপ্টেন(অবঃ)রফিকুল ইসলাম,চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন,মোঃ শাাবুদ্দিন,জহির উদ্দিন সিদ্দিক টিটু,মোঃ কামাল উদ্দিন, মুফতি শহিদুল হক,কমরেড ইসহাক,দুলাল মিয়া,আজিজুর রহামন প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ বাবুল, হেড অফিসঃ নারায়নপুর দক্ষিণ পাড়া, ওয়াড নং ০৭, নবীনগর পৌরসভা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। মোবাইলঃ০১৭৭৫৫৫১৭৫৯, Email: miahbabul370@gmail.com ওয়েবঃ www.dainikdeshpatrika.com
দৈনিক দেশ পত্রিকা ডটকম || প্রযুক্তি সহায়তায় খন্দকার আইটি