ন
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের সুবিধাবঞ্চিত শীতার্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে গ্রামীন ব্যাংক। গতকাল মঙ্গলবার (১০/০১) গ্রামীন ব্যাংক কুমিল্লা জোনের নবীনগর এরিয়ার অন্তর্গত সলিমগঞ্জ শাখায় ব্যাংকের সংগ্রামী(ভিক্ষুক)সদস্যদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। ব্যাংক শাখার সুবিধাবঞ্চিত(ভিক্ষুক) শ্রেনীর ১০০ জন তালিকাভুক্ত সদস্যদের মাঝে কম্বল তুলে দেন ব্যাংকের কুমিল্লা জোনের জোনাল ম্যানেজার ক্ষুদিরাম পাল,জোনাল অডিট অফিসার আশেকুর রহমান,এরিয়া ম্যানেজার অশোক কুমার সাহা,সলিমগঞ্জ শাখা ব্যবস্থাপক হেলিম মিয়া। প্রচন্ড শৈত্য প্রবাহে হাড় কাঁপানো শীতে ও ঘন কুয়াশার মধ্যে এ কম্বল পেয়ে এ সুবিধাবঞ্চিত মানুষগুলো খুব আনন্দিত।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ বাবুল, হেড অফিসঃ নারায়নপুর দক্ষিণ পাড়া, ওয়াড নং ০৭, নবীনগর পৌরসভা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। মোবাইলঃ০১৭৭৫৫৫১৭৫৯, Email: miahbabul370@gmail.com ওয়েবঃ www.dainikdeshpatrika.com
দৈনিক দেশ পত্রিকা ডটকম || প্রযুক্তি সহায়তায় খন্দকার আইটি