নিজস্ব প্রতিবেদকঃ
৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন তফসিল ঘোষণার পূর্বে নাটঘর ইউনিয়ন থেকে নৌকা মনোনয়ন প্রত্যাশী এরশাদুল হক সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ায় তফসিল ঘোষণার পর নৌকার মনোনয়ন পেতে দলীয় ফরম সংগ্রহ করে আবেদন করেন নিহতের স্ত্রী।
তফসিল ঘোষণার পর স্ব স্ব ইউনিয়ন থেকে দলীয় প্রতীক পেতে প্রাথমিক ভাবে নিজ নিজ উপজেলা আওয়ামী লীগ কার্যলয় থেকে ফরম সংগ্রহ করে আবেদন করেন দলীয় মনোনয়ন প্রত্যাশীরা। এই কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের ৭টি ইউনিয়নে ২০ ও ২১ শে ডিসেম্বর এর বিতরণ সময় নির্ধারণ করা হলে, আজ ২১ শে ডিসেম্বর মঙ্গলবার নাটঘর ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন ফরম ক্রয় করলেন দুর্বৃত্তের গুলিতে নিহত হওয়া এরশাদুল হক এর স্ত্রী ইসরাত জাহান সেতু।উল্লেখ্য এরশাদের ছোট ভাই হত্যা মামলার বাদী আক্তারুজ্জামান (২৮) ও নমিনেশন ফরম সংগ্রহ করেনন।
এসময় উপজেলা আওয়ামীলীগের সহ -দপ্তর সম্পাদক বিপুল চন্দ্র সাহা তাদের মনোনয়ন ফরম ক্রয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, মঙ্গলবার সকালে তারা দলীয় কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন৷
উল্লেখ্য গত ১৭ ডিসেম্বর শুক্রবার রাতে উপজেলার কুড়িঘর বাজার এলাকায় ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক ও তার সহযোগী বাদল সরকার৷
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ বাবুল, হেড অফিসঃ নারায়নপুর দক্ষিণ পাড়া, ওয়াড নং ০৭, নবীনগর পৌরসভা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। মোবাইলঃ০১৭৭৫৫৫১৭৫৯, Email: miahbabul370@gmail.com ওয়েবঃ www.dainikdeshpatrika.com
দৈনিক দেশ পত্রিকা ডটকম || প্রযুক্তি সহায়তায় খন্দকার আইটি