নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সামাজিক সংগঠন অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে নবীনগর সদর বাজারের আয়েশা আমজাদ টাওয়ারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবীনগর অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি মো. শফিকুল ইসলাম।
অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ অপু'র সঞ্চালনায এসময় উপস্থিত ছিলেন, অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সহ সভাপতি দার্শনিক মোজাম্মেল হক, সহ সভাপতি বিপুল সাহা, সহ সভাপতি শিক্ষক কামাল হায়দার মাশরেকী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম (জিল্লুর রহমান),
সহ সভাপতি রতন চন্দ্র, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবুল , সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ, অর্থ সম্পাদক টিটন চন্দ্রপাল, মাহাবুব মোর্শেদ, খলিলুর রহমান, হরিপদ দাস, জাহাঙ্গীর আলম, প্রদীপ আচার্য্য, মল বর্মন শিমুল, নাছির উদ্দিন প্রমুখ।
এসময় উপস্থিত অনলাইন অ্যাক্টিভিস্টগন সিলেটের বন্যাকবলিত মানুষদের পাসে দাঁড়ানোর জন্যা ফান্ড সংগ্রহ করার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ বাবুল, হেড অফিসঃ নারায়নপুর দক্ষিণ পাড়া, ওয়াড নং ০৭, নবীনগর পৌরসভা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। মোবাইলঃ০১৭৭৫৫৫১৭৫৯, Email: miahbabul370@gmail.com ওয়েবঃ www.dainikdeshpatrika.com
দৈনিক দেশ পত্রিকা ডটকম || প্রযুক্তি সহায়তায় খন্দকার আইটি