নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের ভাতুরিয়া গ্রামের আপন ভাতিজা কর্তৃক অপহরণ হওয়া ভিকটিম আলাল মিয়া (৫০) কে নবীনগর থানা পুলিশের শাসরুদ্ধকর অভিযানে অপহরণের ২০ ঘন্টা পার হওয়ার আগেই উদ্ধার করে, অপহরণকারী কে গ্রেফতার করেন নবীনগর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী হচ্ছে উপজেলার বিটঘর ইউনিয়নের ভাতুরিয়া গ্রামের সাবেক চেয়ারম্যান মো.দুলাল মিয়ার ছেলে মো.হাছান মাহমুদ(২৬),।
থানা পুলিশ সূত্রে জানা যায়,গত শনিবার(২১/০৮)রাত অনুমান তিনটার দিকে ভাতুরিয়া গ্রামের মৃত আব্দুর জব্বার মিয়ার ছেলে আলাল মিয়া অপহরণ হয়।নবীনগর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)মো.নূরে আলমের নেতৃত্বে সংগীয় ফোর্সের সহায়তা গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর পূর্ব ভাটারা এলাকা হইতে ভিকটিমকে উদ্ধার সহ মূল অপহরণকারী মো.হাছান মাহমুদ কে গ্রেফতার করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আমিনুর রশিদ সাংবাদিকদের জানান,এই বিষয়ে ভিকটিমের স্ত্রী ইয়াছমিন আক্তার (৩৮)বাদী হয়ে নবীনগর থানায় এজাহার দায়ের করলে নিয়মিত মামলা রুজু করে রবিবার(২২/ শে আগষ্ট)উপরোক্ত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ বাবুল, হেড অফিসঃ নারায়নপুর দক্ষিণ পাড়া, ওয়াড নং ০৭, নবীনগর পৌরসভা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। মোবাইলঃ০১৭৭৫৫৫১৭৫৯, Email: miahbabul370@gmail.com ওয়েবঃ www.dainikdeshpatrika.com
দৈনিক দেশ পত্রিকা ডটকম || প্রযুক্তি সহায়তায় খন্দকার আইটি