ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা শিবপুর ইউনিয়ন বাঘাউরা দক্ষিণ পূর্বপাড়া ঈদগাহের পাশের বাড়ির ওবায়দুল মিয়ার ছেলে, মোঃ সুদন মিয়ার নাতি শাহ আলম (১২) গতকাল ২৫ মে সকাল ১১ টায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তার পরনে ছিল নেবি ব্লু টি-শার্ট।
অনেক খুঁজা খুঁজির পরেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এমতাবস্থায় কোনো হৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেলে তার পরিবারের মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল। (উল্লেখ ছেলেটি বাঘাউরা মাদ্রাসার শিক্ষার্থী) মাদ্রাসা বন্ধ থাকায় বর্তমানে সে বাড়িতেই ছিল।
সন্ধান পেলে যোগাযোগ করুন।
মোবাইল নাম্বার -০১৭৭৭৫৫৯৫৮৩
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ বাবুল, হেড অফিসঃ নারায়নপুর দক্ষিণ পাড়া, ওয়াড নং ০৭, নবীনগর পৌরসভা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। মোবাইলঃ০১৭৭৫৫৫১৭৫৯, Email: miahbabul370@gmail.com ওয়েবঃ www.dainikdeshpatrika.com
দৈনিক দেশ পত্রিকা ডটকম || প্রযুক্তি সহায়তায় খন্দকার আইটি