বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হলেন এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান। তিনি এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের স্থলাভিষিক্ত হচ্ছেন।
মঙ্গলবার (১ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেখ আব্দুল হান্নানকে আগামী তিন বছরের জন্য বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১২ জুন তাকে এয়ার মার্শাল পদে পদোন্নতি দেওয়া হবে। ওই দিন থেকে তিন বছরের জন্য তার এ নিয়োগ কার্যকর হবে।
এর আগে ২০১৮ সালে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পান এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। ওই বছরের ১২ জুন থেকে তার নিয়োগ কার্যকর হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ বাবুল, হেড অফিসঃ নারায়নপুর দক্ষিণ পাড়া, ওয়াড নং ০৭, নবীনগর পৌরসভা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। মোবাইলঃ০১৭৭৫৫৫১৭৫৯, Email: miahbabul370@gmail.com ওয়েবঃ www.dainikdeshpatrika.com
দৈনিক দেশ পত্রিকা ডটকম || প্রযুক্তি সহায়তায় খন্দকার আইটি