নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার ফুলবাড়িয়ায় একটি কমিউনিটি সেন্টারের সামনে একই সময়ে জেলা বিএনপি ও ছাত্রলীগ সমাবেশ আহ্বান করায় ওই এলাকাসহ গোটা শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যার পর জেলা ম্যাজিষ্টেট হায়াত-উদ-দ্যেলা খাঁন এই আদেশ জারি করেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়ার দাবিতে শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারের সামনে সমাবেশ আহ্বান করে জেলা বিএনপি, এতে বিএনপির কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
এদিকে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রলীগও একই জায়গায় একই সময়ে ছাত্র সমাবেশ আহ্বান করে। এতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কা তৈরি হওয়ায় শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সমাবেশস্থলসহ গোটা শহরে ১৪৪ ধারা জারি করে জেলা ম্যাজিষ্টেট।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ বাবুল, হেড অফিসঃ নারায়নপুর দক্ষিণ পাড়া, ওয়াড নং ০৭, নবীনগর পৌরসভা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। মোবাইলঃ০১৭৭৫৫৫১৭৫৯, Email: miahbabul370@gmail.com ওয়েবঃ www.dainikdeshpatrika.com
দৈনিক দেশ পত্রিকা ডটকম || প্রযুক্তি সহায়তায় খন্দকার আইটি