নিজস্ব প্রতিবেদকঃ
ভারতের ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী বিজেপির মুখপাত্র নূপুর শর্মা কর্তৃক প্রানের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে আজ শুক্রবার
বাদ জুম্মা নবীনগর এস.আর অফিস কেন্দ্রীয় জামে মসজিদ হয়তে “নবীনগরের সর্বস্তরের তৌহীদি জনতা” এর উদ্যোগে
এক বিশাল বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্টিত হয়।
এতে এস.আর মসজিদের খতিব মুফতি বেলায়েতুল্লাহ কাসেমীর সভাপতিত্বে ও হাফেজ মাওলানা মাকবুল হোসাইন এর পরিচালনায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন নবীনগর উপজেলা চেয়ারম্যান জনাব মনিরুজ্জামান মনির,
মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা আব্দুল কাঈয়্যুম ফারুকী, আওয়ামীলীগ নেতা নাছির উদ্দিন, মাওলানা মাহাদী হাসান, মাওলানা আব্দল মতিন ভূঈয়া, মাওলানা মুজাম্মেল হক, মাওলানা রাঈখান উদ্দিন আনছারী, হাফেজ মুহাম্মদ সানাউল্লাহ, মাওলানা আব্দুল মুমেন ভূঈয়া, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন, আশরাফুল ইসলাম জনি, ওমর ফারুক রোনক, মাওলানা ওলিউল্লাহ, মাওলানা রহমত উল্লাহ, মো: রবিউল ইসলাম, মো: ওমর ফারুক, মো: সায়েদুল প্রমুখ।
এসময় বক্তারা নবীজীর অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন এবং ভারতের সকল প্রকার পণ্য বয়কট ঘোষনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ বাবুল, হেড অফিসঃ নারায়নপুর দক্ষিণ পাড়া, ওয়াড নং ০৭, নবীনগর পৌরসভা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। মোবাইলঃ০১৭৭৫৫৫১৭৫৯, Email: miahbabul370@gmail.com ওয়েবঃ www.dainikdeshpatrika.com
দৈনিক দেশ পত্রিকা ডটকম || প্রযুক্তি সহায়তায় খন্দকার আইটি