নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের পৌরসভার ০৯ নং ওয়াডের দোলাবাড়ি পশ্চিম পাড়ায় অবস্থিত দোলাবাড়ি বেসরকারি পৌর প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীদের মধ্যে মরহুম জহিরুল হক খসরু মাষ্টার চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
২৩ জুলাই শনিবার সকালে অনুষ্ঠিত শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মরহুম জহিরুল হক খসরু মাষ্টার চ্যারিটেবল ট্রাস্টের প্রধান সমন্বয়কারী মোঃ রিফাতুল হক,ভারপ্রাপ্ত সভাপতি শফিউল্লাহ অপন, অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ জাকির হোসেন সহ স্থানীয় গনমান্যবক্তিবর্গ,উপজেলা প্রাথমিক শিক্ষক নেতা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ।
এসময় উপস্থিত থাকা বক্তব্য প্রদানকারীরা মরহুম জহিরুল হক খসরু মাষ্টার চ্যারিটেবল ট্রাস্টের প্রধান সমন্বয়কারী সহ উক্ত ট্রাস্টের সকলের এমন উদ্যোগকে সাধুবাদ জানান।অনেকে আবার মরহুম জহিরুল হক খসরু মাষ্টারের জীবদ্দশার ভূয়সী প্রশংসা করে উনার বিদেহী আত্মার শান্তি কামনার্থে জান্নাত নসিব করার জন্য সৃষ্টিকর্তার নিকট আবেদন জানান। এছাড়াও বক্তারা পৌর এলাকার ১৪০০ শত ভোটারের গ্রামের বিদ্যুৎ বিহীন টিনসেট এই বিদ্যালয়টি দ্রুত সরকারিকরণের জন্য সরকার সহ শুভাকাঙ্ক্ষীদের দৃষ্টি আকর্ষণ করেন।
পরিশেষে সকল শিক্ষার্থীদের মধ্যে মরহুম জহিরুল হক খসরু মাষ্টার চ্যারিটেবল ট্রাস্টের প্রধান সমন্বয়ক রিফাতুল হক,শফিউল্লাহ অপন,প্রবীণ সাংবাদিক আবু কামাল খন্দকার মাষ্টার, আব্বাসউদ্দীন হেলাল,সাংবাদিক রবিন সাইফ,আওয়ামী লীগ নেতা জামাল হোসেন পান্না সহ উক্ত ট্রাস্টের উপস্থিত সকলের নেতৃত্বে শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ বাবুল, হেড অফিসঃ নারায়নপুর দক্ষিণ পাড়া, ওয়াড নং ০৭, নবীনগর পৌরসভা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। মোবাইলঃ০১৭৭৫৫৫১৭৫৯, Email: miahbabul370@gmail.com ওয়েবঃ www.dainikdeshpatrika.com
দৈনিক দেশ পত্রিকা ডটকম || প্রযুক্তি সহায়তায় খন্দকার আইটি