ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
২৪ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নবীনগরের সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইন তাদেরকে এ কারাদণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের মিলন মিয়ার ছেলে নাজিম উদ্দীন, মিজান মিয়ার ছেলে সালে মোছা, কামাল মিয়ার ছেলে শামীম মিয়া, নূর মোহাম্মদের ছেলে ফয়সাল মিয়া।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপনসূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ নাজিম উদ্দীন শিকদারের নেতৃত্বে তাদেরকে মাদক সেবন অবস্থায় আটক করেন। এরপর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় তিনজনকে ১০০ টাকা অর্থদণ্ড ও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ জনকে ১০০টাকা ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ নাজিম উদ্দীন শিকদার ভ্রাম্যমাণ আদালতের বিষয়টি নিশ্চিত করেন।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন বলেন, মাদক নির্মূলে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ বাবুল, হেড অফিসঃ নারায়নপুর দক্ষিণ পাড়া, ওয়াড নং ০৭, নবীনগর পৌরসভা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। মোবাইলঃ০১৭৭৫৫৫১৭৫৯, Email: miahbabul370@gmail.com ওয়েবঃ www.dainikdeshpatrika.com
দৈনিক দেশ পত্রিকা ডটকম || প্রযুক্তি সহায়তায় খন্দকার আইটি