নিজস্ব প্রতিবেদকঃ
কর্মক্ষেত্রে শুদ্ধাচার চর্চার স্বীকৃতি সরূপ ভূমি মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর/সংস্থার পাঁচজন কর্মকর্তা-কর্মচারী জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন।
বুধবার (১৫/০৯) সচিবালয়ে ভূমিমন্ত্রীর কার্যালয়ে এক অনাড়াম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের হাতে শুদ্ধাচার পুরস্কারের সন্মাননা সনদটি তুলে দেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র-এর সাবেক পরিচালক মোঃ আব্দুল হাই ২০২০-২১ অর্থ বছরের,ভূমি মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা দেবরাজ পাহলান মিঠু ও অফিস সহায়ক অজিত সরকার নিজ নিজ ক্যাটাগরিতে ২০১৯-২০ অর্থ বছরের,ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা রিজাউল করিম ও সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর রাজিয়া সুলতানা নিজ নিজ ক্যাটাগরিতে ২০২০-২১ অর্থ বছরের শুদ্ধাচার পুরস্কার গ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ বাবুল, হেড অফিসঃ নারায়নপুর দক্ষিণ পাড়া, ওয়াড নং ০৭, নবীনগর পৌরসভা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। মোবাইলঃ০১৭৭৫৫৫১৭৫৯, Email: miahbabul370@gmail.com ওয়েবঃ www.dainikdeshpatrika.com
দৈনিক দেশ পত্রিকা ডটকম || প্রযুক্তি সহায়তায় খন্দকার আইটি