মোঃ বাবুল,নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাংবাদিক ঐক্য পরিষদের আহব্বানে কালের কন্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবুর উপর হামলার প্রতিবাদে শনিবার(২৯/০৭)স্থানীয় ডাকবাংলো প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে হামলাকারীদের আইনের আওয়াতায় আনা ও সাংবাদিকদের কন্ঠরোধ করতে তৈরী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং সকল সাংবাদিকদের নামে ডিজিটাল আইনে করা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়। সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি সঞ্জয়শীলের সঞ্চালনায় বক্তব্য রাখেন,প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন,মাওলানা মেহেদী হাসান,মোঃ আমীর হোসেন,সাংবাদিক মোঃ বাবুল,মোঃ সফর আলী,খলিলুর রহমান,কয়েজ আহম্মদ বেপারী,রেজাউল হক রহমত,শাহিন রেজা টিটু,চৌধুরী শরীফ রনি,সাবিনা ইয়াসমিন পুতুল,জাবেদ আহমেদ জীবন,শেখ মিহাদ বাবু,আবু হাসান আপন ,ইফতেখার মামুন,সায়েদুর রহমান রাসেল,হেলাল উদ্দিন,রুহুল আমিন চিশতি,জান্নাতুল সাফি,মেহেদী হাসান প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ বাবুল, হেড অফিসঃ নারায়নপুর দক্ষিণ পাড়া, ওয়াড নং ০৭, নবীনগর পৌরসভা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। মোবাইলঃ০১৭৭৫৫৫১৭৫৯, Email: miahbabul370@gmail.com ওয়েবঃ www.dainikdeshpatrika.com
দৈনিক দেশ পত্রিকা ডটকম || প্রযুক্তি সহায়তায় খন্দকার আইটি