নিজস্ব প্রতিবেদনঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলমনগর গ্রামের বাসিন্দা ও সাংবাদিক মিঠু সূত্রধর পলাশের বড় জেঠু জয়দেব সূত্রধর(৮০) আর নেই (দিব্যান লোকান স্বগচ্ছতু)।
তিনি আজ সোমবার দুপুর ২ টা ৫১ মিনিটে আলমনগর গ্রামের তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করে।
মৃত্যুকালে তিনি স্ত্রী,চার ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সোমবার সন্ধ্যায় পৌর এলাকার আলমনগর গ্রামের মহা শ্বশানে তাহার লাশ সমাহিত করা হবে।
জয়দেব সূত্রধরের মৃত্যুতে শোকাভিভূত পরিবারের প্রতি গভির সমবেদনা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ বাবুল, হেড অফিসঃ নারায়নপুর দক্ষিণ পাড়া, ওয়াড নং ০৭, নবীনগর পৌরসভা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। মোবাইলঃ০১৭৭৫৫৫১৭৫৯, Email: miahbabul370@gmail.com ওয়েবঃ www.dainikdeshpatrika.com
দৈনিক দেশ পত্রিকা ডটকম || প্রযুক্তি সহায়তায় খন্দকার আইটি