নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কে এম আরমান এর চাচা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামের বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সুবেদার হাজী খন্দকার নাসির ২৩শে আগষ্ট ভোর ৩ঃ৪০ মিনিটে ঢাকার সি এম এইচ এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বিগত ১০ ই আগষ্ট হৃদরোগে আক্রান্ত হলে তাকে ঢাকার সি এম এইচ এ চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তিনি তার জীবদ্দশায় বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের সাথে জড়িত সহ বিভিন্ন মসজিদ মাদ্রাসার ম্যানেজিং কমিটির গুরুত্বপূর্ণ পদেও ছিলেন। তার ৪ ছেলে ৩ মেয়ে ও স্ত্রী রয়েছে,তাদের মধ্যে এক ছেলে নূর মোহাম্মদ বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত রয়েছে। মৃত্য কালে তার বয়স ছিল ৭৪ বছর।সোমবার (২৩/০৮) বাদ আছর তাকে তার নিজ গ্রামের দৌলতপুর কাসেমূল উলূম আলেম মাদ্রাসা মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর গার্ড অফ ওনার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় উপস্থিত থাকা তার সকল শুভাকাঙ্ক্ষীরা তার পরকালের জীবনে জান্নাত নসিবের জন্য প্রার্থনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ বাবুল, হেড অফিসঃ নারায়নপুর দক্ষিণ পাড়া, ওয়াড নং ০৭, নবীনগর পৌরসভা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। মোবাইলঃ০১৭৭৫৫৫১৭৫৯, Email: miahbabul370@gmail.com ওয়েবঃ www.dainikdeshpatrika.com
দৈনিক দেশ পত্রিকা ডটকম || প্রযুক্তি সহায়তায় খন্দকার আইটি