Uncategorized
নবীনগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এসিল্যান্ড মাহমুদা জাহান।


নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর শহরের পৃথকস্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান ৷
১০ জানুয়ারী মঙ্গলবার অভিযানকালে যত্রতত্র গাড়ি পার্কিং করায় সড়ক পরিবহন আইনের ২০১৮ এ এবং হোটেলগুলোতে স্বাস্থকর পরিবেশ রাখতে ভুক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ১৩ টি মামলায় মোট ৬০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এবিষয়ে নবীনগর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান জানান,যানযট নিরসন সহ পথচারীদের চলাচলের সুবিধার্থে এবং সবার জন্য স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।