Uncategorized

নবীনগরে অবৈধভাবে ফসলি জমি কাটায় ড্রেজার মেশিন অকেজো করে দিয়েছে প্রশাসন।

নিজস্ব প্রতিবেদকঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেমন্তঘর গ্রামের পশ্চিম পাড়ায় অবৈধ ভাবে ফসলি জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগে ড্রেজার মেশিন আটক করে অকেজো করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার(০৪ ই আগষ্ট)দুপুরে অবৈধ ভাবে মাটিকাটা বন্ধ করার লক্ষে এই অভিযান পরিচালনা করেন নবীনগর উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.মোশারফ হোসাইন।এসময় নবীনগর থানা পুলিশের এএসআই কাওছার হামিদের নেতৃত্বে একদল পুলিশ অভিযানে সহায়তা করেন।সূত্র জানায়,উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেমন্তঘর গ্রামের জামাল মিয়ার ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমি থেকে মাটি উত্তোলনের মহোৎসব চলছিল।গোপনীয় সংবাদের ভিত্তিতে সরেজমিনে অভিযানে গেলে মাটি কাটার মেশিন ফেলে দৌড়ে পালিয়ে যায় ড্রেজারের মালিক সহ সংশ্লিষ্টরা।পরে ড্রেজার মেশিন সহ ড্রেজারের পাইপ অকেজো করে দেওয়া হয়।

এই বিষয়ে সহকারি কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মোশারফ হোসাইন সাংবাদিকদের বলেন,খবর পেয়ে সেমন্তঘর গ্রামে গিয়ে ঐ ড্রেজার মেশিন,পাইপ সহ আটক করে অকেজো করে দেওয়া হয়,অবৈধ ভাবে ফসলি জমির মাটি কাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়।আটককৃত মালামাল নবীনগর থানা ও বিদ্যাকুট ইউনিয়ন ভূমি অফিস এর তত্ত্বাবধানে জিম্মায় রাখা হয়।এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

Back to top button