

স্টাফ রিপোর্টারঃ
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে ডেমরা থানার আওতাধীন ডগাইর এলাকার জয়নাল মার্কেটে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে একাধিক বার লুটপাটের অভিযোগ উঠেছে ।
মামলা ও অভিযোগ সূত্রে জানা যায়,সাইনবোর্ড মোড় সংলগ্ন মতিন সাউদ রোডের পূর্ব পাশে জয়নাল আবেদীন তার নিজ জায়গায় ১৮ বছর যাবত দোকানপাট ও খামার করে আসছে। গত বছরের ১৫ ই মার্চ মাহবুবর রহমান খান,সবুজ সহ ৫০/৬০ জনের একটি গ্রুপ আচমকা হামলা চালিয়ে তার প্রতিষ্ঠানগুলোতে লুটপাট করে।একই বছরের ১৮ই জুন,৭ই জুলাই, পহেলা ও ২৭ সেপ্টেম্বর এবং ১০ ই অক্টোবর ও ১৬ নভেম্বর হামলা ও লুটপাট,মারধর করে। প্রতিকার পেতে ২০২৫ সালের ৩১ মে ডিএমপির ডেমার থানায় একটি চাঁদাবাজ মামলা যার নাম্বার-৪৪ ও এই বছরের ৬ই জুলাই নারায়ণগঞ্জের ফতুল্লা থানা অভিযোগ করে জয়নাল আবেদীন ।
এবিষয়ে সরজমিনে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানায়,পতিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন মৎসজীবি লীগের ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম-সাধারণ সম্পাদক সবুজকে সামনে রেখে মাহবুবর রহমান জয়নাল আবেদীনের দখলে থাকা জায়গা নিজের দাবি করে এমনটা করছে।
অভিযোগ, মামলা কোন কিছুই তোয়াক্কা না করে হুমকি ধামকি দিয়েই চলেছে মাহবুব গংরা, ইদানিং চাঁদা দাবি শুরু করেছে এমনটা জানাই ভুক্তভোগী জয়নাল আবেদীন।
অভিযোগ উঠা মাহবুব রহমানকেও খুঁজে পাওয়া যায়নি এবং ফোনেও পাওয়া যায়নি।

Reporter Name 

