Uncategorized

নবীনগরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদকঃ

শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সোমবার(৩০/৮) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মধ্য পাড়ার শ্রী শ্রী রাধা মদনমোহন জিউর মন্দির হরিসভা অঙ্গণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী হরিভক্তি যুব সভার আয়োজনে অত্র সংগঠনের সভাপতি সুমিত চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক।
ভারতের নবদ্বীপ থেকে ভারচুয়্যলের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর চতুর্দশতম বংশধর শ্রীমদ্ভাগবত দার্শনিক প্রভুপাদ শীল প্রাণ গোপাল গোস্বামী মহারাজ।উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এড. বিনয় চক্রবর্ত্তী, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্জয় সাহা, সাংগঠনিক সম্পাদক মানিক বিশ্বাস, পুলিশ উপ-পরিদর্শক শেখ আজিজুর রহমান, সাংবাদিক শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, কাউসার আলম, শুভ চক্রবর্তী প্রমূখ। এছাড়াও হরিভক্তি প্রচারণী সভা ও হরিভক্তি যুব সভার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ভগবান শ্রী কৃষ্ণের উপর কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Back to top button