Uncategorized
নাশকতা এড়াতে সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল আমিন কে ১৫১ ধারায় গ্রেফতার ।


নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমিনকে ১৫১ ধারায় গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে তার নিজ গ্রাম থেকে গ্রেফতার করেন।
জানা যায়, রতনপুর ইউনিয়নের বাজেভিশারা ও দুবাচাইল গ্রামের দুপক্ষের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিলো। পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের লোকজনের মধ্যে কয়েকদিন যাবত বেশ উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি থানা পুলিশের নজরে আসলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল আমিনকে গ্রেফতার করেন।
এবিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করে নবীনগর থানার অফিসার ইনচার্জ ওসি আমিনূর রশিদ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল আমিনকে গ্রেফতার করে১৫১ ধারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।