Uncategorized

নবীনগরে পঁচা মাংস বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড

নিজস্ব প্রতিবেদকঃ

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে পঁচা ও নষ্ট মাংস বিক্রয়ের দায়ে মাংস বিক্রেতা মো. আরিফ মিয়া (৩০) কে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০২/০৩)দুপুর ২টায় উপজেলার সলিমগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মোশারফ হোসাইন

কারাদন্ডপ্রাপ্ত আরিফ নরসিংদী জেলার রাইপুরার লক্ষিপুর গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে। আরিফ সলিমগঞ্জ বাজারের কাউসার কসাইয়ের দোকানের কর্মচারী ছিলেন।

সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যজিস্ট্রেট মো: মোশারফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সলিমগঞ্জ বাজারে একজন মাংস বিক্রেতা পঁচা ও নষ্ট মাংস বিক্রি করতেছিল এমন খবরের ভিত্তিতে অভিযানে গেলে এসময় উপস্থিত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এর প্রতিনিধি মাংসের গুণগত মান পরীক্ষা করে পঁচা ও নষ্ট মাংসের সতত্যা পাওয়া যায়। পরে মাংস বিক্রেতাকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন আইন, ২০১১ এর ২৪ ধারা লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এসময় সবার উপস্থিতিতে পঁচা মাংস বিনষ্ট করা হয়। অভিযানে সক্রিয়ভাবে সহযোগীতা করেন সলিমগঞ্জ ফাঁড়ির পুলিশ কর্মকর্তাগণ ও বাজার কমিটি।

Back to top button